শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

সাঁথিয়ায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় শনিবার দুপুরে (৩ডিসেম্বর) দু’দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান বক্তৃতা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা টেনিস মাঠে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞানী ও গবেষক তৈরি করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন । সমগ্র দেশের নতুন প্রজন্মকে প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এবং নতুন প্রজন্ম যেন বিজ্ঞান ভাবনা নিয়ে বেড়ে উঠতে পারে তারই প্রেক্ষিতে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares