মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সাইফুল ইসলাম (২৫) নামের যুবকের বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনার ১৩ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি ওই ছাত্রীটি।

অপহৃতার স্বজনরা জানায়, উপজেলার মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী গত ১১ জুলাই দুপুরের দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। এরই মধ্যে শালমারা ইউনিয়নের উলিপুর নওয়ানা পাড়া গ্রামের রেললাইনের ধারে পৌঁছিলে উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর (কলারচিপা) গ্রামের জফির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামসহ তার আরও কয়েকজন সহযোগি ছাত্রীকে পথরোধ করে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে একটি সিএনজি যোগে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে ভিকটিমের বাবা বলেন, অভিযুক্ত সাইফুল ইসলাম আমার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেম-ভালোবাসা করে আসছিলো। এ নিয়ে একাধিকার নিষেধ করা হয়। কিন্তু কোন কথায় কর্নপাত না করে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করেছে সাইফুল। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করা হলেও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কারী কর্মকর্তা প্রলয় কুমার বর্মা বলেন, ভিকটিমকে উদ্ধার চেষ্টা অব্যাহত আছে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS