বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জের শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

গোবিন্দগঞ্জের শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।এই অনুষ্ঠানে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারীদের বিদায়সংবর্ধণা দেয়া হয়।

আজ সোমবার দুপুরে কলেজের হল রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানে শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সংসদ সদস্যে’র পতœী বেগম নার্গিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের সহযোগি অধ্যাপক এ, জেড,এম গোলাম রব্বানী মিঠু’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, উপাধ্যক্ষ এস,এম, রফিকুল ইসলাম, বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাজু কামাল, সহযোগি অধ্যাপক আর্জিনা বানু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাখাহার ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি তরিকুল ইসলাম প্রমুখ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন করে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS