বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে সংগীতাঙ্গন ঈদ পুনর্মিলনী ও বাউল গানের আসর

নাটোরে সংগীতাঙ্গন ঈদ পুনর্মিলনী ও বাউল গানের আসর

ইসাহাক আলী, নাটোর, ২৩ জুলাই-নাটোরে বাউল সংগঠন সঙ্গীতায়নের উদ্যোগে ঈদ পূনর্মিলনী উপলক্ষে রাত ব্যাপী বাউল শুনতে মানুষের ঢল নেমেছিল সদর উপজেলার বড়হরিশপুরের রাজিবপুর এলাকায়।

গত রাতে রাজিবপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউল গানের আসরে গান পরিবেশন করেন বাউল সাধক ও বিশিষ্ট পালা শিল্পী আবুল সরকার। পরে সঙ্গীতায়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বাউল শিল্পী ক্ষ্যাপা হারুন, রমা দাস, নয়ন দাস, তৈয়ব আলী, ফকির আশরাফসহ অন্যান্য বাউল শিল্পীরা লালনসহ ভক্তিমূলক গান পরিবেশন করেন। এ সময় শিল্পীরা সুরের মূর্ছনায় সারারাত মাতিয়ে রাখেন আগত ভক্ত ও দর্শকদের। আজ ভোরে শেষ হয় সুর সঙ্গীতের এই পরিবেশনা।

৩৪৪ বার ভিউ হয়েছে
0Shares