শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে আলোচনা সভা ও শোভাযাত্রায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পার্বতীপুরে আলোচনা সভা ও শোভাযাত্রায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ‘‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্য শীর্ষক সেমিনারে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, রুকশানা বারি রুকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ শাহীন, উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা সাজিদুর রহমান ও উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: নাসিম হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংবাদকর্মীরা। এর আগে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS