বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে জাতীয় পাবলিক সার্ভিস ডে উদযাপন

সেনবাগে জাতীয় পাবলিক সার্ভিস ডে উদযাপন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। “সবার আগে সুশাসন ,জনসেবায় উদ্ভাবন” শ্লোগানকেধারণ করে দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টার সময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে পরিষদের সভা কক্ষে গিয়ে আলোচনা সভা করে।

নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাসিনা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন সমাজ, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, আইসিটি কর্মকর্তা ফারুক হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আজগর, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল, সেনবাগ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা (এমওডিসি) ডাক্তার কামাল হোসেন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী এসময় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন,সেনবাগ মডেল মসজিদের খতিব সফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিখারী।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS