শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে টিসিবি পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে

কুড়িগ্রামে টিসিবি পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি  ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) কাঁঠাল বাড়ী ডিগ্রি কলেজ মাঠে সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণ করা হয়।
এতে সুবিধা ভোগীরা তাদের সরকারি দরে মালামাল নির্ধারিত ওয়ার্ডে কার্ড ধারী লোকজন সংগ্রহ করতে আসে। টিসিবির  নির্ধারিত মালামালের মধ্যে  চাল, মসুর ডাল, তেল দেওয়া হয়। প্যাকেট জাত মালামাল এর মধ্যে পরিমাণে কম না থাকলেও বস্তা খুলে চাল পরিমাপ করে দেওয়া হয়। এতে অধিকাংশ সুবিধাভোগীর চালের পরিমাণ  বিভিন্ন জনের বিভিন্ন পরিমাপ পাওয়া যায়  পাঁচ কেজিতে ১০০ থেকে ২০০ গ্রাম, যৌথভাবে তিন জন একসঙ্গে নিলে  ১৫ কেজিতে ১৪ কেজি পাওয়া যায়, আটজন মিলে ৪০ কেজি বস্তায়  ৩৬ কেজি পাওয়া যায় ।
পরবর্তী সময় বিভিন্ন অভিযোগ আসলে তাদের সামনেই পণ্য ওজন করলে পরিমাণের কারচুপির সত্যতা প্রমাণিত হয়। ঘটনার সততা জানার জন্য সাংবাদিক গেলে তাদের উপরও চাড়াও হয় এবং গালিগালাজ করে। পরে উপস্থিত জনতা পরিবেশ শান্ত করে।
সুবিধাভোগী কুয়াত পল্লী গ্রামের আলম মিয়া  বলেন, অনেক কষ্ট করে টাকা নিয়ে এসে টিসিবির পণ্য কিনতে আসছি  বাহে আমার বাড়ির পাশের আট জন মিলে একই বস্তায় চাল নিছি এ্যাটে চার কেজি চাল নাই মুই এ্যালা কাক বিচার দেং। এরকম তিনজন মিলে ২৫ কেজি নিলে সেখানে ২৩ কেজি  চাল পাওয়া যায়। নানান জনের অভিযোগ তোলে। তারা সকলেই এ ন্যায় বিচার চায়।
এ বিষয়ে জানতে চাইলে এ কাজে নেতৃত্ব দানকারী কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক (ক্রীড়া শিক্ষক) মমিনুল ইসলাম বলেন, আমরা ফাটা ছিড়া বস্তা নিয়ে আসি কিভাবে চাল  কমে হলো  আমরা জানিনা।
এই কাজে আরো নেতৃত্ব দিচ্ছেন, সাইফুল ইসলাম, কাঁঠাল বাড়ী ইউনিয়ন  ১,২,৩ ওয়ার্ডের
স্বাস্থ্য সহকারী শফিউল ইসলাম বাদশা , গ্রামপুলিশ আমিনুর ইসলামসহ আরো অনেকেই।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares