বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত সুপারভাইজার 

ঈশ্বরদীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত সুপারভাইজার 

 পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস  ;  পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ও মুলাডুলি মহাসড়ক কৃষি ফার্ম ও কলেজের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছে। নিহত হলেন, রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর এলাকার মৃত নারায়ন চন্দ্র সরকাররে ছেলে শ্রী ভরত চন্দ্র সরকার। এ ঘটনায় আহত হয়েছেন আরো আনুমানিক ১৫ জনের বেশি। আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত সবাইকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পাকশী হাইওয়ে পুলিশের এএসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে পাবনা যাওয়ার পথে মুখোমুখি দাশুড়িয়া  মুলাডুলি  কৃষি ফার্মগেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়েক যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয় এবং ১০ জনের বেশি গুরুতর আহত হয়। তিনি আরো বলেন এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
৬৬ বার ভিউ হয়েছে
0Shares