শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণে কেক কাটা অনুষ্ঠিত

সুজানগরে যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণে কেক কাটা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: দেশের বহুল প্রচলিত জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় পাবনার সুজানগরে যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের আয়োজনে, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কেক কাটেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, থানার সাব ইন্সপেক্টর মোদাচ্ছের আলী।ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা কতুব উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সহ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, যুগান্তর পত্রিকার প্রতিনিধি এম এ আলীম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন,স্টার প্লাস কম্পিউটার সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম তুষার প্রমুখ।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares