বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বড়াইগ্রামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বড়াইগ্রামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিঙ্গাপুরফেরত এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার উaপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের আজাহার আলীর ছেলে।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (এড়ড়মষব ঘবংি) ফিডটি অনুসরণ করুন ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে নানার বাড়ি থেকে ফেরার পথে নাজমুল ইসলাম তার হাত ধরে জোরপূর্বক রাস্তার পাশে আখখেতে নিয়ে ধর্ষণ করে। মেয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমার স্ত্রী মেয়েকে খুঁজতে বের হন। মেয়ের চিৎকার শুনে আমার স্ত্রী আখখেতে গেলে নাজমুল ইসলাম পালিয়ে যায়। অভিযুক্ত নাজমুল ইসলাম সিঙ্গাপুরপ্রবাসী। কিছুদিন হলো দেশে এসেছে। আসার পর থেকেই আমার মেয়েকে রাস্তাঘাটে দেখলে কথা বলার জন্য ফোন নম্বর চাইত।’
তবে অভিযুক্তের মা নাজমা বেগম বলেন, ‘কয়েক দিন পর আমার ছেলে সিঙ্গাপুরে চলে যাবে, যার কারণে মেয়েটির পরিবার পরিকল্পিতভাবে এই অভিযোগ করছে। আমার ছেলে গতকাল শনিবার সকাল থেকে কাগজপত্র নিয়ে নাটোরে অবস্থান করেছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares