রায়পুরে মাদক ব্যবসায়ীর মারপিটে এক মাদকসেবী আহত, আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি

রায়পুরে মাদক ব্যবসায়ীর মারপিটে এক মাদকসেবী আহত, আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বাকিতে মাদক বিক্রির পাওনা টাকা না পেয়ে গোলাম কিবরিয়া কাজল নামে একজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার(১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতংক ছড়াতে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনী ঘটনাস্থলে যায়।
স্থানীয়রা জানান , গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার একই গ্রামের মাদকসেবী গোলাম কিবরিয়া কাজলের কাছে মাদক কেনাবেচা সংক্রান্ত পাওনা টাকা চায়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে পরদিন কাজলের মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনি সরদারের বিরুদ্ধে ৬০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে। এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার আতংক ছড়াতে তার কাছে থাকা রিভলবার দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মারপিটে আহত কাজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে  লালপুর থানা পুলিশের (দায়িত্বপ্রাপ্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোমিনুজ্জামান বলেন, কাজলকে মারধরের পর এলাকাবাসী উত্তেজিত হলে মাদক ব্যবসায়ী মনি সরদার এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আমরা ঘটনাস্তার পরিদর্শন করেছি। ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে অপরাধীকে ধরতে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।#
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS