জয়পুরহাটে তিনদিন ব্যাপী আদিবাসীদের শিক্ষা সন্মেলন ও অভিভাবক সমাবেশ।।
রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ
জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়নে, পালী আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, (১৬,১৭,১৮ জানুয়ারি ২০২৫ ইং) বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘ ও শিক্ষা কমিটি এবং অভিভাবকবৃন্দ অত্র এলাকাবাসী আয়োজনে
পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীকে জাতীয় মুলধারায় সম্পৃক্ততা লক্ষ্যে ৩ দিন ব্যাপী শিক্ষা সন্মেলন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত সমাবেশ উদ্বোধন করেন, সভাপতি, বাংলাদেশ আদিবাসী সংঘ ও জাতীয় আদিবাসী পরিষদ, জয়পুরহাট জেলা কমিটি, রতন কুমার সিং,
প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক, জয়পুরহাট, আফরোজা আখতার চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন ঃ উপজেলা নির্বাহী অফিসার, জয়পুরহাট সদর, জয়পুরহাট, রাশেদুল ইসলাম,
সভাপতি, জেলা হিউম্যান রাইটস ফোরাম, জয়পুরহাট, আমিনুর রহমান বকুল, ও সহ-সভাপতি, প্রেসক্লাব জয়পুরহাট, রফিকুল ইসলাম রফিক, এবং প্যানেল চেয়ারম্যান, ৩ নং ভাদসা ইউনিয়ন পরিষদ, জয়পুরহাট, শাহ আলম।
অনুষ্ঠান সূচীপত্র বর্ননা ছিল,
১৬ জানুয়ারি, ছাত্র /ছাত্রীদের আগমন ও পরিচয় পর্ব,
১৭ জানুয়ারি, সকাল ১০ টা হতে বিষয় ভিত্তিক সেশন পরিচালনা,
১৮ জানুয়ারি তে, সকাল ১০ টা হতে বিষয় ভিত্তিক সেশন পরিচালনা ও বিকেল ৩. ৩০ মি: অতিথি বৃন্দ বক্তব্য দেন, এসময় আলোচকবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন,
জয়পুরহাট সরকারি কলেজে, অধ্যাপক, রফিকুল ইসলাম, এবং পাঁচবিবি ডিগ্রি কলেজে, অধ্যাপক, সুদর্শন সরকার, ও হিসাব বিজ্ঞান, পরিচালক,ভার্সিটি +নাসিং, নিউ কনফিডেন্স কোচিং সেন্টার, বৈরাগী মোড়, জয়পুরহাট, প্রভাষক, রবিউল ইসলাম, এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা,সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়,জয়পুরহাট, দেওয়ান রায়হানুল হক, বিএসসি, এমএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয়, রিফাত জামান প্রতিক,বিএসসি ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং (বুটেক্স) ইমরুল কায়েস রাসেল, এম,বি,বি,এস (চলমান) দিনাজপুর মেডিকেল কলেজ, মাহাদি হাসান, প্রধান শিক্ষক, শাহাপুর উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট, মতিয়ার রহমান, জেলা সমন্বয়কারী, ডেমোক্রেসিওয়াচ আস্থা প্রকল্প,নাছিমা বেগম,ও মাঠ কর্মকর্তা, করিতাস,জয়পুরহাট সদর উপজেলা,বালাই মারান্ডী,
বক্তাবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন,
উপদেষ্টা,বাংলাদেশ আদিবাসী সংঘ, কার্তিক চন্দ্র সিং,ও আইন উপদেষ্টা বাংলাদেশ আদিবাসী সংঘ, এ. এইচ.আল মুরাদ দোয়েল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা কমিটি, সতীশ চন্দ্র পাহান, এবং সভাপতি, বাংলাদেশ আদিবাসী সংঘ, সদর উপজেলা কমিটি, সুবাস উড়াও, সহ-সভাপতি, বাংলাদেশ আদিবাসী সংঘ, জয়পুরহাট সদর উপজেলা কমিটি, কাজলী রাণী মাহাতো,ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী সংঘ, জয়পুরহাট সদর উপজেলা কমিটি, শেফালী রাণী পাহান,
আলোচকবৃন্দ বক্তৃাবৃন্দরা বলেন, বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীকে জাতীয় মুলধারার সম্পৃক্ত করতে হলে উচ্চ শিক্ষা ও সু- শিক্ষার কোন বিকল্প নেই এবং আদিবাসীদের কৃষ্টি- কালচার ও সংস্কৃতি বিষয়ে আলোচনা করেন,