শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে উঠান বৈঠকের মাধ্যমে নৌকার মাঠ গোছাচ্ছেন যুব মহিলালীগ 

পার্বতীপুরে উঠান বৈঠকের মাধ্যমে নৌকার মাঠ গোছাচ্ছেন যুব মহিলালীগ 

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম উঠান বৈঠকের মাধ্যমে নৌকার পক্ষে প্রচারনা শুরু করেছে পার্বতীপুর উপজেলা যুব মহিলালীগ।
শুক্রবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট গ্রামের মা ও বোনদের নিয়ে উঠান বৈঠকে আসন্ন নির্বাচনে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার ৭ বারের সাংসদ সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজারের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন উপজেলা যুব মহিলালীগ।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সফলতা পৌঁছে দেওয়া, তাদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে উঠান বৈঠকের মাধ্যমে মহিলাদের সাথে এ মতবিনিময় ।
উঠান বৈঠকে যুবমহিলা লীগের সভাপতি নাজনীন নাহার মিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। বিধবা ভাতা, বয়স্ক মহিলাদের ভাতা, গর্ভবতী ভাতা, মহিলাদের চাকরি দিয়ে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করেছেন। তাই উন্নয়ন ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে।
উক্ত উঠান বৈঠকে যুব মহিলা লীগে সাংগঠনিক সম্পাদক গীতা রানী পুজা, খাদিজা খাতুন, ওয়ার্ড সভাপতি জাকিয়া খাতুন, বন্দনা রানী রায় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অত্র ওয়ার্ডের সর্বস্তরের মা ও বোনেরা উপস্থিত ছিলেন।
৭৭ বার ভিউ হয়েছে
0Shares