মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোর রাজবাড়ীতে গাছের ঢাল ভেঙে মাথায় পড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

নাটোর রাজবাড়ীতে গাছের ঢাল ভেঙে মাথায় পড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

নাটোর প্রতিনিধি : নাটোরের রানী ভবানী রাজবাড়ীতে বেড়াতে গিয়ে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে রাজু সরকার (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার  শহরের বঙ্গজ্বল এলাকায় অবস্থিত রানী ভবানী রাজবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজু সরকার (১২) শহরের বলারীপাড়া এলাকার রাজন সরকারের ছেলে। সে এনজিও ভিত্তিক একটি স্কুলের ৫ম শ্রেণিতে অধ্যয়ণরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার স্কুল ছুটি থাকায় রাজু তার বন্ধুদের নিয়ে পাশের এলাকায় অবস্থিত রানী ভবানী রাজবাড়ীতে  বেড়াতে যায়। এ সময় পুরাতন একটি গাছের শুকনা ডাল ভেঙে রাজুর মাথায় ভেঙে পড়ে। এতে রাজুর মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাজশাহীর রাজপাড়া থানা থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS