বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় জামায়াতে ইসলামীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

কলমাকান্দায় জামায়াতে ইসলামীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা)  প্রতিনিধি: নেত্রকেনার কলমাকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার নেতাকর্মীদের নিয়ে ঈদ পুর্নলমিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (৩০ জুন ) দুপুরে ঘরোয়া পরিবেশে কলমাকান্দা উপজেলার  আমীর হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার কর্ম পরিষদের সদস্য ও  কলমাকান্দা উপজেলার প্রাক্তণ আমির মাওলানা মো. আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ ক্যান্টনমেন্ট শাখার আমির জহিরুল ইসলাম, টঙ্গী থানার  সেক্রেটারি আবুল বাশার ও কলমাকান্দা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হেদায়েতুল্লাহ শেখ সাবিল প্রমূখ।

প্রধান অতিথি’ র বক্তব্যে  মাওলানা মো. আবুল হাশেম সংগঠনের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শুধু পশু কুরবানী নয়। এ পশুর কুরবানির মাধ্যমে  মনের পশুত্বকে কুরবানী দিয়ে সমাজের প্রতিটি স্তরে শান্তি শৃঙ্খলা ও পরস্পর ভ্রাতৃত্ব তৈরির মাধ্যমে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করা হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।

এ সময় উপজেলার সকল ইউনিয়নের এমারতের আমিরগন ও  রুকন সদস্যসহ কর্মীবৃন্দ অংশ নেন ।

১২০ বার ভিউ হয়েছে
0Shares