বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ষোষণা

দুর্গাপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ষোষণা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এরই ধারাবাকিতায় তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে বিভিন্ন পর্যায়ে ১৬৯টি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০:১৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোণা জেলার ৮টি উপজেলার মধ্যে দুর্গাপুরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেণ।

দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভুক্তভুগিদের মাঝে দলিলপত্র তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. ওয়াহেদ আলী, আব্দুল জব্বার, সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কলি হাসান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, আওয়ামীলীগ বিপ্লব মজুমদার, পাভেল চৌধুরী প্রমুখ।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS