শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গোৎসবে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে

দুর্গোৎসবে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে

শার্শা(যশোর) সংবাদদাতাঃ দুর্গোৎসব উপলক্ষে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে এবার বিপুল সংখ্যক পাসপোর্ট যাত্রীরা দু’দেশের মধ্যে যাতায়াত করছে। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। গত এক সপ্তাহ ধরে চেকপোষ্টে পাসপোর্ট যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। গত ১ সপ্তাহে প্রায় ৩০ হাজার পাসপোর্ট যাত্রী দু’দেশের মধ্যে যাতায়াত করছে। করোনা মহামারিতে দুবছর সবাই ঘরবন্দি ছিল। তাই অন্য যেকোনো বছরের চেয়ে এবার অনেক বেশি সংখ্যক ভারতীয় ছুটি কাটাতে এবং দুর্গোৎসব পালন করার জন্য বাংলাদেশে আসছেন। বাংলাদেশীরা ভারতে যাচ্ছেন। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান এবার বাংলাদেশে ভ্রমণেচ্ছুদের চাপ অন্য যে কোনো বছরের চেয়ে অনেক বেশি। দুর্গাপূজার ছুটি কাটাতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছেন তারা। এখন প্রতিদিন গড়ে প্রায় ৪৫০০ পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন অথচ একমাস আগেও এর সংখ্যা ছিল ৪০০ থেকে ৫০০। যাত্রী চাপ বাড়ায় সেবার মান বাড়ানো হয়েছে।

৬৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS