মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শা উপজেলার ঐতিহ্যবাহি বাগআঁচড়া বাজারের প্রবেশদার সড়কটি পরিকল্পিত ভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ

শার্শা উপজেলার ঐতিহ্যবাহি বাগআঁচড়া বাজারের প্রবেশদার সড়কটি পরিকল্পিত ভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ

আব্দুল মান্নান, শার্শা(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহি বাগআঁচড়া বাজারের প্রবেশদার সড়কটি পরিকল্পিত ভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃট্রিশ উপনিবেশিক থেকে বাজারের প্রবেশ দারটি ঝিকগাছা উপজেলা ও শার্শা উপজেলার ৫০টি গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কেনা বেচা থেকে শুরু করে উৎপাদিত পণ্য ঐ রাস্তা দিয়েই বাজারে পৌছাত । স্থানীয় বাগআঁচড়া বাজার এলাকার একজন বয়বৃদ্ধ হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র দে এলাকা বাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শার্শার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে প্রকাশ বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের পাশ দিয়ে পাকা সড়কের উপর দিয়ে যাতায়াত করে বৃহত্তর বাগআঁচড়া ও ঝিকরগাছার সাধারণ মানুষ। প্রায় ৩০০ শত বছরের এ সড়কটিকে স্থানীয় প্রশাসন পরিকল্পিত ভাবে সড়কটি প্রায় ৬ মাস পূর্বে বাউন্ডারী ওয়াল দিয়ে বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের বাজারে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় জনদূভোর্গের সৃষ্টি হয়েছ্।ে এপথটি বন্ধ করায় সবজি বাজার ও মাছ বাজারে প্রবেশ করতে হলে পাকা সড়কের উপর দিয়ে ঘুরে আসতে হয়। স্থানীয় একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে বলেন জনগণের সরকার বা সরকারে জন্য জনগন যদি কথাটি সঠিক হয় তাহলে জনগণের চলাচলের জন্য ৩০০ শত বছরের ব্যবহৃত রাস্তা পরিকল্পিত ভাবে প্রাচীর তৈরী করে বন্ধ করা সঠিক হয়নি। তা ছাড়া ব্যক্তি মালিকানা সম্পত্তি হলে বন্ধ করা সঠিক ছিল। সড়কটির অতিত ইতিহাস থেকে জানা যায় বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের স্থানে একটি বৃহত্তর বটগাছ ছিল। বৃটিশ শাষিত সময়ে ঐ বটগাছের তলায় সাংস্কৃতির আনুষ্ঠান , বিভিন্ন খেলাধুলা, সহ মিটিং, আলোচনা সভা হতো। তখন থেকে ভুমী অফিস চত্তরটি উম্মুক্ত হয় এবং দেশ বিভাগের পর মালিকানা পরিবর্তন হলে ভূমি অফিসের গোড়া পত্তন হয়। ভূমি অফিসের সরকারী সম্পত্তি জবরদখল হওয়ার আশংকায় সাধারণ জনগণের চলাচলের রাস্তা প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কালের বিবর্তনে ৩০০ বছর পূর্বে সেই ছোট্ট বাজারটি এখন শার্শা উপজেলার বৃহত্তর বাজরে পরিণত হয়েছে। যশোর জেলার শার্শার ৫টি ইউনিয়ন ঝিকরগাছার ৬টি ইউনিয়ন,ও পার্শবর্তি জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ এ পথ দিয়েই বাগআঁচড়া বাজারে প্রবেশ করে থাকে। তাছাড়া বাজার উন্নয়ন খাত থেকে প্রবেশ পথ দুটি প্রায় ২০ লক্ষ টাকার প্রকল্পে গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অফিস থেকে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আরসিসি/ঢালাই রাস্তা নির্মাণ করে। স্থানীয়দের ও সাধারণ মানুষের দাবী জনগণের চলাচলের সার্থে প্রাচীর ভেঙ্গে রাস্তা ব্যবহার উপযোগি করে দেওয়ার দাবী জানান। স্থানীয় বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক এক স্বাক্ষাতকারে বলেন সাধারণ জনগণেকে চলাচলের রাস্তাটি বন্ধ করা মানবাধিকার লংঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাষক মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেব। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারান চন্দ্র পাল এক স্বাক্ষাতকারে বলেন বাগাআচড়া বাজারে রাস্থা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে নির্দ্দেশ দিয়েছি।

৭৭ বার ভিউ হয়েছে
0Shares