বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

নেত্রকোনার দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  ৫৩ বোতল ফেনসি‌ডিলসহ মোঃ এনামুল হক (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফুর রহমান জানান, দুর্গাপুর উপজেলার ভবদেবপাড়া গ্রামের আহ্ছান উল্লাহ্ এর ছেলে এনামূল হক দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকার এক ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে সাধুপাড়া তার বাসায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫৩ বোতল ভাতরীয় ফেন‌সি‌ডিল উদ্ধার করার পর তাকে আটক করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গাপুর থানার এস আই আবু রায়হান বাদী হয়ে আটক এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS