শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থার রুপান্তর ক্যাম্পেইন অনুষ্ঠিত

 খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থার রুপান্তর ক্যাম্পেইন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন,  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বিদ্যমান কৃষি খাদ্যব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, টেকসই, জলবায়ু সহিষ্ণু করে তোলা এবং সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারিতে মঙ্গলবার দুপুরে খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থার রুপান্তর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির আয়োজনে কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ অধিকার বাংলাদেশ এর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মর্তুজা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী দবির হুদা। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ ও কৃষক প্রতিনিধি সাহাব উদ্দিন। সভায় বক্তারা সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত, টেকসই জলবায়ু সহিষ্ণু করা এবং বিদ্যমান কৃষি খাদ্যব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত উদ্দোগ গ্রহনের আহবান জানান।
১৮০ বার ভিউ হয়েছে
0Shares