শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে কৃষি মেলার শুভ উদ্ভোধন

ফুলবাড়ীতে কৃষি মেলার শুভ উদ্ভোধন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্ত¡রে ২০২২-২০২৩ অর্থ বছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী দিনাজপুরের আয়োজনে উপজেলা চত্ত¡রে গতকাল সোমবার এক বর্ণাঢ্য র্যাালী বের হয়। র‌্যালী শেষে তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত¡ করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির। এতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মামুুনুর-রশীদ চৌধুরী, ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ফুলবাড়ী উপজেলার কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। আয়োজনে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী, দিনাজপুর। কৃষি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

১৬০ বার ভিউ হয়েছে
0Shares