শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
যাতায়াতের রাস্তা দিয়েও জমির মালিককে মারপিট আহত ২ আদালতে মামলা

যাতায়াতের রাস্তা দিয়েও জমির মালিককে মারপিট আহত ২ আদালতে মামলা

লালমনিরহাট প্রতিনিধি। প্রতিবেশি রাশেদুল ইসলামগংকে চলাচলের জন্য নিজস্ব জমি দিয়ে রাস্তা দিয়েও জমির মালিক আমির হোসেন ও তার ছেলেদেরকে দলবল নিয়ে মারপিট করেছে প্রতিবেশি রাশেদুল ইসলামগং। এতে জমির মালিক আমির হোসেন ও ছেলে গুরুতর আহত হয়। গত ১৬ মে দুপুর প্রায় দুইটার দিকে ঘটনাটি ঘটে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের কর্ণপুর চওরাটারী গ্রামে। এঘটনায় জমির মালিকের ছেলে রশিদুল ইসলাম বাদী হয়ে আদালতে ৭জনকে বিবাদী করে মামলা করেছেন। মামলা করায় বিবাদীরা বাদী ও পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে চলছে। অপরদিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম জোরপুর্বক রাস্তায় মাটিকাটা
বাদী নিষেধ করলে ইউপি সদস্য জমির মালিককে মারধোর করে। বাদী রশিদুল ইসলামের দায়েরকৃত মামলার বিবাদীরা হচ্ছে, নাজিমুদ্দিন (৬০), রফিকুল (৩৮), রাশেদুল (৩৫), জহুলরুল (৩৫), আশরাফুল (৪০), রোজিনা (৩২) ও আব্দুর রহমান।বাদীর অভিযোগে জানাগেছে, ওই খানে জমির মালিকের বাড়ীসহ ১৮ শতক জমি। সেখান থেকে বিবাদী রাশেদুল ইসলামগংয়েরবসত বাড়ী প্রায় দুরুত্ব একশ ফিট। তাদের চলাচলের রাস্তা না থাকায় মানবিক কারণে বাদী ৪ ফুট প্রস্থ ও ১শ ফুট দৈর্ঘ্য একটি রাস্তা দেন। রাস্তার পাশে একটি শুকাতি গাছ হেলে পড়ায় বিবাদী থানাপুলিশকে ডেকে নিয়ে যায়। পুলিশ ঘটনাটি পরিদর্শন করে বাদীর কোন অপরাধ না পাওয়ায় মানবিক দৃষ্টিতে গাছটি কাটতে বললে বাদী গাছটি কাটে ফেলেন। এরপরও বিবাদীগন বাদী ও পরিবারকে অহেতুক ভাবে গালিগালাজ করেন। বাদী প্রতিবাদ জানালে,বিবাদী রশিদুল ইসলামগং দলবদ্ধ হয়ে লাঠিসোটা লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। এসময় জমির আমির হোসেন ও তার ছেলে রশিদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। এব্যাপারে সদর থানার এসআই মাহামুদ জানান,ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করে দেয়ার পর বিবাদীরা বাদীগংকে মারপিট করা অপরাধ করেছে। বাদী মামলাটি আদালতে করলে আদালত ইউনিয়ন পরিষদকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
৬০ বার ভিউ হয়েছে
0Shares