বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্নচরে তরুণীর লাশ উদ্ধার

সুবর্নচরে তরুণীর লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রাম থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাশেদা বেগম (২৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ।

মৃত রাশেদা বেগম উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামের ন‚র নবীর মেয়ে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিতকরে বলেন, রাশেদা স্বামীর পরিবার গরিব হওয়ায় সে বাবার বাড়িতে থাকত। গতকাল সন্ধ্যার দিকে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। একপর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মৃত্যুর সঠিক কারণ জানান জন্য লাশের ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ফ্রেরণ করে। এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবেএকটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

১২৫ বার ভিউ হয়েছে
0Shares