বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক-১

রাজশাহীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক-১

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারী অলকা রানী সিং (৫২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর এলাকায় অপারেশন করে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার নির্মল চন্দ্র সিং এর স্ত্রী।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী অলকা রানী সিং (৫২) ও তার স্বামী-নির্মল চন্দ্র সিং এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। সংবাদ পাওয়া মাত্রই র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও করে দুই জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় অলকা রানীকে হাতে নাতে আটক করে।

আকটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছেন।

৫১ বার ভিউ হয়েছে
0Shares