শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাবি এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বিনোদপুরের স্টুডেন্ট প্যালেস ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম তানভীর ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং নীলফামারী জেলা সদর থানার কাঞ্চন পাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে।

এ ব্যাপারে মতিহার থানার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে গেলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাঁশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা থেকে কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন তানভীর। রাতে বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার বাবা মেস মালিককে খোঁজ নিতে বলেন।

তখন দরজায় কড়া নেড়ে কোনো সাড়া পাননি তিনি। পরে জানালা দিয়ে দেখলে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়।

মৃত্যুর আগে একটা চিরকুটও রেখে গেছেন তিনি। সেই চিরকুটে তার মানসিকভাবে হতাশার কথা জানা গেছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares