শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুরে হেরোইনসহ গ্রেফতার-২

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহীর মোহনপুরে হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাতে আসামী মা ও ছেলেকে গ্রেপ্তারের পর সোমবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার এলাকার বিদ্রিকা গ্রামের এন্তাজ আলীর স্ত্রী নুরনাহার বেগম (৫১), ও তার ছেলে নুর জামান আলী (২৮) কে ৫৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, হেরোইনসহ গ্রেপ্তারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares