মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরের ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর আয়োজনে সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা “স্রোত” এর ১৮৮তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আলহাজ¦ অ্যাড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বি.এম.এ-এর মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম.এ.বাশার, কবি,প্রাবন্ধিক ও গবেষক ড. গাজী রহমান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল-আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সহ-সভাপতি রফিকুল আলম,”ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর অন্যতম সদস্য সাংস্কৃতিক কর্মী রওশন আলী মনা,সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ,কবি বাশরী মোহন দাস প্রমুখ।

২য় পর্বে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি বাশরী মোহন দাস, জয়নুল ইসলাম রাজু,আবু লায়েছ লাবলু, নিলুফার বানু, নূর আলম, এস. এম. এ. মান্নান, মুহম্মদ মহসীন, ফাতেমা ফিরোজ, আবুল হাসেম, শফিকুর রহমান সেন্টু, শহিদুল ইসলাম কানন, রফিকুল ইসলাম,লিয়াকত হোসেন,মহিবুল ইসলাম,মাহফুজুর রহমান প্রমুখ। সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন”ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ। অনুষ্ঠানে কবি সহিত্যিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১২৫ বার ভিউ হয়েছে
0Shares