মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবা  ও হেরোইনসহ ৪ ব্যাবসায়ী আটক 

নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবা  ও হেরোইনসহ ৪ ব্যাবসায়ী আটক 

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোণা : নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম পশ্চিম কাটলি এলাকায় রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে হেরোইনসহ  ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো জাকির আলম (২৪) ও নাজমুল আলম (২৫)।
অপরদিকে ডিবির এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ডিবির একটি টিম সদর উপজেলার ঠাকুরাকোনা রেললাইনের পাশে অভিযান চালিয়ে ৩ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মোঃ মফিজ উদ্দিন (৪৮) ও মামুন আকন্দ (৩৫)। পরে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
১০০ বার ভিউ হয়েছে
0Shares