শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বিএনপি-জামায়েত লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবারো দেশকে সঠিক গতিতে এনেছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছে। আওয়ামী লীগ সরকারের কোনো উন্নয়ন আপনাদের চোখে পড়বে না। কারণ আপনারা চান না দেশে উন্নয়ন হোক।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: আমজাদ হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক অব্দুর রাজ্জাক সরদার প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি-জামায়াতকে আগামীতে প্রতিহত করা হবে।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares