বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রীজ এলাকায় নদীর কিনারা থেকে গতকাল বুধবার সকালে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত আছিয়া বেগম (৬০) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত খোররাম উদ্দিনের স্ত্রী।

নিহতের ভাতিজা সিদ্দিকুর রহমান জানান, গত সোমবার সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়া করতোয়া নদী কোমর সমান পানিতে হেঁটে পার হয়ে পাশের টেংরা গ্রামে গিয়েছিলেন আছিয়া। ওই গ্রামের এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। সেই টাকা চাইতেই গিয়েছিলেন বৃদ্ধা। তবে ফেরার পথে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যান আছিয়া বেগম। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নদীর বিশাল অংশ জুড়ে সোমবার ও মঙ্গলবার উদ্ধার অভিযান চালানো হয়। তবে খুঁজে পাওয়া যায়নি তাকে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, স্থানীয়র মাধ্যমে খবর পাই যে, করতোয়া নদীতে একটি মরদেহ ভাসছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে নিহতের পরিবার পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছিলেন। ওই থানার কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত আর কোন কিছু জানা যায়নি।

৭২ বার ভিউ হয়েছে
0Shares