বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় শেখ রাসেল দিবস পালিত

সাঁথিয়ায় শেখ রাসেল দিবস পালিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “শেখ রাসেল নির্মলতার প্রতিক দুরন্ত প্রানবন্ত নির্ভিক” এই প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, চিত্রাংকণ প্রতিযোগিতা,পেজেন্টেশন প্রস্তত, কুইজ প্রতিযোগিতা, শ্রেষ্ঠ ল্যাব নির্বাচন, র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেaলা পরিষদ অডিটোরিয়মে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরও বক্তৃতা করেন আ’লীগ নেতা হাসান আলী খান, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, অধ্যাপক আশরাফুল আলম মজনু, প.প.কর্মকর্তা অলোক কুমার পাল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও সঁথিয়া শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

১২২ বার ভিউ হয়েছে
0Shares