বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় অগ্নি নির্বাপন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জলঢাকায় অগ্নি নির্বাপন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় অগ্নি নির্বাপন বিষয়ে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা নেসকো ইঞ্জিনিয়ার স্পন্দন বসাক, ব্যবসায়ী নেতা সিদ্দিক হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক লিটন কর্মকার, কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক গোলমুন্ডা চেয়ারম্যান মিজানুর রহমান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ । সভায় বক্তারা ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন থাকার আহবান জানান। পরে তারা পৌর শহরে ব্যবসায়ীদের নিয়ে অগ্নি নির্বাপন নিয়ে সচেতনতামূলক প্রচারনা করেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS