শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে বাংলাদেশ প্রেসক্লাব এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

ডোমারে বাংলাদেশ প্রেসক্লাব এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধ:  মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে গঠিত সরকার কর্তৃক অনুমোদিত  সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এর নীলফামারী জেলা শাখার আওতাধীন ডোমার উপজেলা শাখার দ্বি_বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) বিকালে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী।

বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাবেদুল ইসলাম সানবীমের সভাপতিত্বে সন্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী।

সংগঠনের সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরকাদের সরকার ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান, ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায় প্রমূখ।  এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহাদ শাহীন সহ বাংলাদেশ প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী ডোমার উপজেলা শাখার সভাপতি পদে জাবেদুল ইসলাম সানবীম ও সাধারণ সম্পাদক পদে নুরকাদের সরকার ইমরান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সাখাওয়াৎ আমিন সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

৪১ বার ভিউ হয়েছে
0Shares