মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাইবান্ধায় গরীব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধায় গরীব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় গরীব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষ যারা অর্থাভাবে ঈদের খাদ্য সামগ্রী কিনতে অপারগ। তাদের বিষয়টি মাথায় রেখে গাইবান্ধা পুলিশ নারী কল্যান সমিতি ( পুনাক) এর সভানেত্রী মাহবুবা আক্তার এর নের্তৃত্বে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।গাইবান্ধা পুলিশ নারী কল্যান সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে ২শ অসহায় মহিলাদের মাঝে ঈদ সামগ্রী স্বরুপ চাল, সেমাই, চিনি, দুধ,কিসমিস, সয়াবিন তেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিতরণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন-গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুপ জ্যোতির্ময় গোপ, পুনাক সহ-সভানেত্রী রিফা ফারিজা, পুনাক সদস্য ডা: রাহনুমা রায়হান শুচি, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি পতœী মোছা: নাজমীন নাহার, ইন্সপেক্টর হেলাল উদ্দিন, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিকসহ অনেকে।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS