শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন  

জলঢাকায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন  

আনোয়ার হোসেন,  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আহসান হাবীব।
জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ জানান, তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ১৬টি স্টল স্থান পেয়েছে। আগামী ২৮ তারিখে এই মেলা শেষ হবে।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS