মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বেলা ১১ টায় বড়থা ডি.আই ফাজিল মাদ্রাসায় পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে এআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু রাশেদ ইমামের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম, রাজশাহী স্কাউটের লিডার ট্রেইনার মিজানুর রহমান, মহিলা ইউপি সদস্য গোলাপ বানু, এআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক মো. শামীম রেজা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সিনিয়র সাংবাদিক হারুন আল রশীদ, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩৫ পরিবারে শাড়ী, ৭০ পরিবারে পাঞ্জাবি, ২৫ পরিবারে থ্রি-পিস ও তরুন ৭০ জনের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। সংগঠনটি বিভিন্ন বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন সামাজিক, সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

 

২৫ বার ভিউ হয়েছে
0Shares