বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন কর্তৃক উপজেলা প্রশাসনে শীতবস্ত্র হস্তান্তর

ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন কর্তৃক উপজেলা প্রশাসনে শীতবস্ত্র হস্তান্তর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন কর্তৃক ধামইরহাট উপজেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে শীতবস্ত্র সুষ্ঠুভাবে শীতার্তদের মাঝে বন্টনের লক্ষে ০৯ জানুয়ারী বিকেল সাড়ে ৪ টায় ৫০টি কম্বল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নিকট হস্তাস্তর করেন বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মকবুল হোসেন। এছাড়াও বন্ধন কর্তৃক সংগঠনের দরিদ্র সদস্য ও উপজেলার বিভিন্ন স্থানে আরও ৫০টি কম্বল বিতরণ করা হয়। হস্তান্তরকালে বন্ধনের ধামইরহাট শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ফিল্ড অফিসার মাসুদ রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু মুছা স্বপন, ইউপি সদস্য ফাতেমা আকতার ডেইজি, যুব মহিলালীগ নেত্রী হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বন্ধন এনজিও উপজেলার বিভিন্ন এলাকায় উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক ঋণ দানের পাশাপাশি দারিদ্র বিমোচনে ভূমিকা পালন করে যাচ্ছে।

২২৫ বার ভিউ হয়েছে
0Shares