বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দান করলেন প্রধান শিক্ষক আবু সালেহ

ধামইরহাটে চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দান করলেন প্রধান শিক্ষক আবু সালেহ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে নিজ কর্মস্থল স্কুলে জমি দান করেছেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। ২১ মার্চ বিকেল ৪টায় ধামইরহাট সাব-রেজিষ্টি অফিসে উপজেলার ৯৩ নং চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ৬ লাখ টাকা মূল্যের পৌনে ৪ শতাংশ জমি এককালীন বিদ্যালয়ের নামে দলিলের মাধ্যমে দান করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আবু সালেহ।
জমি হস্তান্তর বিষয়ে প্রধান শিক্ষক আবু সালেহ বলেন, ‘বিদ্যালয়ের বাউন্ডারী ও অবকাঠামো নির্মানের ক্ষেত্রে বিদ্যালয়ের সৌন্দর্য্য বর্ধনের জন্য ও শিক্ষার্থীদের কল্যানে আমার নিজ নামীয় ৩০ বছর পূর্বে ক্রয়কৃত জমি এককালীন দান করেছি, বিদ্যালয়ের মঙ্গলার্থে আমৃত্যু সম্ভব সব রকম সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, বিদ্যালয়ের এস.এম.সি’র সভাপতি মো. আবু হানিফ, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক নুরুল আমিন সহ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

৪৯৫ বার ভিউ হয়েছে
0Shares