বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় চোরাই ভুটভুটি উদ্ধার: ২ জন আটক

নওগাঁয় চোরাই ভুটভুটি উদ্ধার: ২ জন আটক

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:  নওগাঁয় চুরি হওয়া একটি ভুটভুটি উদ্ধার সহ দুই জন চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউপির শিতলী গ্রামের আবু তাহেরের ছেলে কামাল হোসেন (২১) ও জেনারুলের ছেলে আসাদুজ্জামান (২০)।

থানা সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (২৬ জানুয়ারি’২০২৩) দিনগত রাতে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর যমুনার ‘বাগানপাড়া’ গ্রামের আবদুর রহিমের বাড়ির সামনে থেকে তার শ্যালো মেশিন চালিত একটি বড় ভুটভুটি চুরি হয়ে যায়। এরপরে অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি। শুক্রবার ভুটভুটি মালিক আবদুর রহিম বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ নওগাঁর বদলগাছি উপজেলা সদরের এক  পাকা সড়কের ওপর থেকে চুরি হওয়া ভুটভুটি সহ ২ জন  চোরকে আটক করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুটভুটি উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়েছে।  আদালতের মাধ্যমে আসামিদেরকে জেলহাজতে পাঠানো হবে।
৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS