শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পাবনা র‌্যাব কর্তৃক ১ কেজি ৪৬৫ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেফতার

পাবনা র‌্যাব কর্তৃক ১ কেজি ৪৬৫ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেফতার

প্রেস রিলিজ:: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১৮/০৪/২৩ খ্রিঃ তারিখ ১৮.৩০ ঘটিকা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ঈশ^রদী পৌরসভার পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৩৯,৫০,০০০/- (এক কোটি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ০১ কেজি ৪৬৫ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, মোবাইল-০৪টি, সিমকার্ড-০৫টি, নগদ ১৩,০০০/- টাকা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামীদের নামঃ ০১। মেরজাহাতুন (৩৬), স্বামী-সেরাজুল ইসলাম, পিতা-মৃত আমজাদ, সাং-দিয়ার মনিকচক (বর্তমানে জলাহার), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ০২। মোঃ ইমরান (২৭), পিতা-মোঃ আজম মন্ডল, সাং-পেয়ারাখালী, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা, ০৩। মোছাঃ গোলবাহার (৫০), স্বামী-মৃত আমজাদ, পিতা-মৃত সেত্তাজ আলী, সাং-চর-বোয়ালমারী (বর্তমানে জলাহার), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ০৪। মোছাঃ শেনারা খাতুন (২১), স্বামী-মোঃ মনিরুল ইসলাম, পিতা-সেরাজুল ইসলাম, সাং-পারকাসুন্দিয়া, থানা-আত্রাই, জেলা-নওগাঁ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।

 গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ কে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares