শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে বৃত্তি প্রদান অনুষ্ঠান  

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে বৃত্তি প্রদান অনুষ্ঠান  

পাবনা ঈশ্বরদী প্রতিনিধি মোঃরাকিব বিশ্বাস ; পাবনা ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন৷ এসোসিয়েশনে আয়োজনে  ৭১ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   পাবনা ৪-আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকে ওশেখ মহাসিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর পরিচালক ড. মো. মহি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানওউপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান,উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসাবেক ভিপি মুরাদ আলী মালীথা হিরু মাস্টার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল বাতেন প্রমূখ।
ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থী  বৃতি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৪৬ জন সাধারণ গ্রেডে বৃতি পেয়েছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে একই সঙ্গে সারাদেশের ৪৮টি জেলায় একযোগে প্রায় ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS