সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নে ইজিপিপি প্লাস প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের রাস্তার সংস্কার কাজ চলছে

নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নে ইজিপিপি প্লাস প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের রাস্তার সংস্কার কাজ চলছে

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে ইজিপিপি প্লাস প্রকল্পের আওতায় নুনখাওয়া ইউনিয়নের গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তার সংস্কার কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে।

নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের ৪০ দিনের মাটি কাটা শ্রমিক দিয়ে মাটির রাস্তা গুলো সংস্কার কাজ চলছে। নুনখাওয়া ইউনিয়নে ইজিপিপি প্লাস প্রকল্পের শ্রমিক সংখ্যা ৩’শ ৪৩ জন। ইতিমধ্যে নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন মাটির রাস্তা বন্যার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়লে তা এই প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হয়েছে। নতুন নীতিমালায় অনলাইন প্রক্রিয়ায় ইজিপিপি প্লাস প্রকল্পের সুফলভোগিদের পারিশ্রমিক অনলাইনে প্রদান করায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। যা দ্রæত সংস্কারের মাধ্যমে সহজ লভ্য করার দাবী জানিয়েছে শ্রমিকরা। একারণে কিছু শ্রমিক তাদের পারিশ্রমিকের টাকা এখনও উত্তোলন করতে পারেননি। চলতি ঈদ-উল-ফিতর এর পূর্বেই সকল সুফলভোগিদের পারিশ্রমিকের টাকা দ্রæত পরিশোধ করার দাবী জানিয়েছে শ্রমিকরা।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS