শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে ৩ টি ইট ভাটার মালিক কে জরিমানা 

কুড়িগ্রামে ৩ টি ইট ভাটার মালিক কে জরিমানা 

সাইদ বাবু, কুড়িগ্রাম প্রতিনিধি : ২৯/০৩/২০২৩: পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় ও কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  ভ্রাম্যমান আদালত  পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে মাধবরাম, ভোগডাঙ্গা, সদর, কুড়িগ্রাম-এ অবস্থিত  মেসার্স এম এইচ ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটাকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা  আদায় করা হয় এবং মেসার্স এম আর কে ব্রিকস, প্রোঃ মোঃ রেজাউল করিম (রানু) সাং- হরিরাম, সদর, কুড়িগ্রাম, মেসার্স আর কে ব্রিকস, প্রোঃ মোঃ রায়হান কবির (রাজিব), সাং- হরিরাম, সদর, কুড়িগ্রাম ও মেসার্স ডি কে ব্রিকস, প্রোঃ মোঃ লুৎফর রহমান (রনি), সাং- টগরাইহাট, প্রতাপ, সদর, কুড়িগ্রাম নামক তিনটি ভাটার মালিককে হালনাগাদ কাগজপত্র ব্যতিত ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।

উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাসেদুল হাসান  এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সদর থানা পুলিশের একদল সদস্য  এবং  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

১৯৩ বার ভিউ হয়েছে
0Shares