শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। 

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  : কুড়িগ্রামে  কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে চলাঞ্চলের ঘরবাড়ি।  কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের টেংনার ভিটা ব্রীজ হতে ইব্রাহিমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং  রশিদের বাড়ির সামন হতে রাজারহাট মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের মানুষ।  স্থানীয় এলাকার বাসিন্দা আব্দুল হামিদ,শহিদুল ইসলাম,আমির উদ্দিন, আইয়ুব আলী,আমিনুল ইসলাম,এমদাদুল হক,হযরত ওমর আলী ও শফিকুল ইসলাম জানান, গত ২০ বছরেও রাস্তাটির কোন সংস্কার কাজ করা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিপাতে রাস্তাটি পানিতে তলিয়ে যায় এবং আমাদের জনদুর্ভোগ শিকার হতে হয়।
১৮৬ বার ভিউ হয়েছে
0Shares