শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী জেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

রাজশাহী জেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার মোহনপুরে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ মার্চ ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) মো. সেলিম বাদশাহ’র দিক নির্দেশনায় ধুরইল ইউনিয়ন বিট অফিসার এসআই জাহিদ শেখ এর নেতৃত্বে এএসআই শফিক, এএসআই সিরাজুলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ধুরইল পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেনসিডিলসহ আসামী সোহেল রানা (৩২) কে হাতেনাতে গ্রেপ্তার করেন। তার পিতার নাম আনসার আলী।

এ বিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) মো. সেলিম বাদশাহ জানান, সোহেল রানা নামে একজনকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। কারা তার এ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে সে কারণে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares