সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় ৩টি দোকানে ভ্রাম্যমান আদালতের ১৩ হাজার টাকা জরিমানা

বাঘায় ৩টি দোকানে ভ্রাম্যমান আদালতের ১৩ হাজার টাকা জরিমানা

জলুর রহমান মুক্তা-বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ৩টি দোকান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (১৯ডিসেম্বর) সকাল ১১.৩০মি: এর সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষন এর সহ-কারী পরিচালক মাসুম আলী ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় অপরিস্কার ও মেয়াদের তারিখ না থাকায় আড়ানী পৌর বাজারে পাল মিষ্টান্ন ভান্ডার থেকে ৬ হাজার টাকা, বৃষ্টি মিষ্টান্ন ভান্ডার থেকে ২ হাজার টাকা ও দিলিপ ফল ভান্ডার থেকে ৫ হাজার টাকা ৩টি দোকান থেকে মোট ১৩ হাজার টাকা টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষন এর সহ-কারী পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে বাঘার আড়ানী পৌরবাজারে ৩টি দোকান থেকে ১৩ হাজার টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাঘা উপজেলা সেনেটারী ইনেপেক্টর আব্দুল হান্নান।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares