বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোবিন্দগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

গোবিন্দগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা করা হয়েছে। (২৬ মার্চ) রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪,গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী,এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সদস্য মুকিতুর রহমান রাফি। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু,সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরান চৌধুরী, উপজলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম,দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতামাছুম ইসলাম শিল্পী,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম রব্বানীসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বীরমুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS