শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় র‍্যালি ও আলোচনা সভা

এ কে  এম আব্দুল্লাহ, নেত্রকোণা ;  নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ ও তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাসেমের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানার বেগম, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়াসহ অন্যান্যরা।
৩১ বার ভিউ হয়েছে
0Shares