শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অবশেষে মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন

অবশেষে মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়টি সমাজকল্যাণ মন্ত্রানালয় পরিদর্শন করেছে। সোমবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রানালয়ের উপসচিব মো: এরশাদ হোসেন খান বিদ্যালয়টি পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর-মোহাম্মদ, পোরশা উপজেলা সমাজসেবা অফিসার জনাব নাজমুল হাসান, অত্র বিদ্যালয়ের সভাপতি সালমা আক্তার, প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ, প্রতিষ্ঠাতা শাহজাহান আলী মাষ্টারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- প্রায় ১০ বছর পূর্বে প্রতিবন্ধীদের সেবা ও শিক্ষার লক্ষে নওগাঁ জেলার পোরশা উপজেলায় ২০১৩ সালে প্রতিষ্ঠিত করা হয় মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়। প্রতিষ্টালগ্নে ৬৩ জন ছাত্র ছাত্রী নিয়ে পথ চলা শুরু করলেও বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা ৩২০ জন। নানান সময়ে অনেক প্রতিবন্ধকতাসহ মানবতার জীবন যাপন করতে হয়েছে বিদ্যালয়ের ১২ জন শিক্ষক কর্মচারীদের ।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares