বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শ্যামা সুন্দরী খাল পুর্নরুদ্ধার ও নগরীর ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা

শ্যামা সুন্দরী খাল পুর্নরুদ্ধার ও নগরীর ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে শ্যামা সুন্দরী খাল পুর্নরুদ্ধার ও নগরীর ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেয়র মহদয়ের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বুয়েটের অধ্যাপক ডঃ মোঃ আতাউর রহমান, অধ্যাপক ডঃ হাসান জুবায়ের, অধ্যাপক ডঃ তুহিন ওয়াদুদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, সড়ক ও জনপদ বিভাগ রংপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল্লাহ আল গালিফ, এলজিইডি রংপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ বাদশা আলমগীর, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS